arvind kejriwal

গুজরাতে আম আদমি পার্টির দফতরে পুলিশি হানা! কেজরীবাল বললেন, ‘কংগ্রেস শেষ, তাই...’

মঙ্গলবার আমদাবাদে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল বলেন, ‘‘দেশে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস কী বলছে, কেউ তাতে গুরুত্ব দেন না। তাই বিজেপি এ বার আম আদমি পার্টিকে নিশানা করছে।’’

Advertisement
সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৯
গুজরাতে সভা কেজরীবালের।

গুজরাতে সভা কেজরীবালের। ছবি: পিটিআই।

গুজরাতে ফের আম আদমি পার্টি (আপ)-র দফতরে হানা দিল পুলিশ। চলতি মাসে এই নিয়ে দু’বার। বিজেপি শাসিত গুজরাতে এই ঘটনার জন্য আপ প্রধান অরবিন্দ কেজরীবাল পদ্ম-শিবিরের পাশাপাশি নিশানা করেছেন কংগ্রেসকে।

মঙ্গলবার আমদাবাদে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল বলেন, ‘‘দেশে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস কী বলছে, কেউ তাতে গুরুত্ব দেন না। তাই বিজেপি এ বার আম আদমি পার্টিকে নিশানা করছে।’’

Advertisement

চলতি বছরের শেষেই নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে সেখানে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ‘আপ’ নেতৃত্বের দাবি, কংগ্রেসকে পিছনে ফেলে বিধানসভা ভোটে শাসক বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসবেন তাঁরা।

সম্প্রতি পুরভোটে সুরত-সহ দক্ষিণ গুজরাতে ভাল আপ প্রার্থীরা ভাল ভোট পাওয়ার পরে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল ধারাবাহিক ভাবে সে রাজ্যে জনসংযোগ অভিযান শুরু করেছেন। মঙ্গলবার আমদাবাদ সফরে গিয়ে তিনি বলেন, ‘‘কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। আগামী দিনে গুজরাতে বিজেপির এক মাত্র প্রতিদ্বন্দ্বী হবে আপ। সেটা বুঝতে পেরেই ওরা আমাদের নিশানা করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement