প্রতীকী ছবি।
স্ত্রীকে ধর্ষণের ‘ছাড়পত্র’ দিয়ে রেখেছিলেন বন্ধুদের! সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করা হত। তার পর বিদেশের মাটিতে বসে নিজের স্ত্রীকে ধর্ষণের ভিডিয়ো দেখতেন অভিযুক্ত স্বামী।
উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ৩৫ বছরের নির্যাতিতা এমনই অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। তাঁর দাবি, গত তিন বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তাঁর সৌদি আরব প্রবাসী স্বামী টাকার বিনিময়ে বন্ধুদের বাড়িতে পাঠিয়ে ধর্ষণ করিয়েছেন বলে ওই মহিলার অভিযোগ। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
বুলন্দশহরের গুলাওঠির বাসিন্দা ওই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ২০১০ সালে তাঁর বিয়ে হয়েছিল। চার সন্তানও রয়েছে। স্বামী সৌদি আরব থেকে বছরে দু’-একবার বাড়িতে আসতেন। বছর তিনেক আগে এক বার বাড়িতে এসে বন্ধুদের ডেকে এনে ধর্ষণ করিয়েছিলেন স্ত্রীকে। তার পর তিনি সৌদি আরবে ফিরে গেলেও অত্যাচার বন্ধ হয়নি। বুলন্দশহরের পুলিশ সুপার শ্লোক কুমার অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘‘আমরা সবেমাত্র অভিযোগ পেয়েছি। যদিও ঘটনার সূত্রপাত তিন বছর আগে। তদন্ত চলছে।’’