জো বাইডেন। —ফাইল চিত্র।
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে তাঁর শেষ বিদেশ সফরের সূচি ছিল শনিবার। ইউরোপের দেশে ইটালি এবং ভ্যাটিকানে। কিন্তু বুধবার রাতে হোয়াইট হাউস জো বাইডেনের সেই বিদেশ সফর বাতিলের কথা ঘোষণা করেছে।
ক্যালিফোর্নিয়া প্রদেশের বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের লাগোয়া জঙ্গলে দাবানলের কারণেই বাইডেনের ইউরোপ সফরের বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে তাঁর দফতর। দাবানল পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন বাইডেন। তিনি রাজধানী ওয়াশিংটনে ফেরার কয়েক ঘণ্টা পরেই ইটালি ও ভ্যাটিকান সফর বাতিলের ঘোষণা করা হয়।
তিন দিনের ওই সফরে ভ্যাটিকানে পোপ দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা ছিল বাইডেনের। পাশাপাশি, ইটালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও তাঁর বৈঠকের সূচি ঘোষণা করা হয়েছিল। প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেবেন ডোমোক্র্যাট নেতা বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প তাঁর স্থলাভিষিক্ত হবেন ওই দিন।