ছায়াছবিতে প্রথম রবীন্দ্রগানে রূপম ইসলাম। ছবি: সংগৃহীত।
মঞ্চে তাঁর গাওয়া ‘আমরা সবাই রাজা’ দর্শকদের দুলিয়ে দিয়েছিল। রবীন্দ্রগানের অ্যালবামও আছে তাঁর। রূপম ইসলাম এ বার ছায়াছবিতে প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলেন। পরিচালক পারমিতা মুন্সীর 'হেমা মালিনী' ছবিতে তাঁর কণ্ঠে শোনা যাবে বিরহের গান, ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’। খবর জেনে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালক, গায়ক উভয়ের সঙ্গে। পারমিতার দীর্ঘ দিনের বন্ধু রূপম। সেই বন্ধুত্বের স্বীকৃতি হিসেবেই ছবিতে তাঁদের যুগলবন্দি, জানিয়েছেন তাঁরা।
রক থেকে রবীন্দ্রসঙ্গীত! যাত্রাপথ কেমন? রূপমের জবাব, ‘‘আগে একটি ছবিতে রবীন্দ্র গান গেয়েছিলাম। ছবিটি মুক্তি পায়নি। সেই দিক থেকে পারমিতার ছবিতে আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠদান। গেয়ে খুব তৃপ্তি পেয়েছি।’’ ছবিতে অন্য সঙ্গীত পরিচালক থাকলেও এই গানটির সঙ্গীত আয়োজন রূপম নিজেই করেছেন।
দর্শকদের-শ্রোতাদের চমক দিতেই কি রূপমকে বাছলেন পারমিতা? প্রশ্ন ছিল পরিচালকের কাছে। তাঁর কথায়, ‘‘রূপম ছোটবেলার বন্ধু। ওঁর ‘ফসিলস’-এর একনিষ্ঠ ভক্ত। তা ছাড়া, রূপমের পরিবারে নজরুলগীতি, রবীন্দ্রনাথের গানের চর্চা আছে। তাই ওঁকেই বেছেছি।’’ তিনি আরও জানিয়েছেন, গায়ক নিজেই গানটি বেছে দিয়েছেন। রবীন্দ্র গানের বিশুদ্ধ গায়কি মেনে গেয়েছেন। ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। রূপমের গান বাজবে নেপথ্য।