Raj Kundra

পর্নোগ্রাফি মামলায় রেহাই চেয়ে আদালতে রাজ কুন্দ্রা, আইনজীবী বললেন, ‘কোনও প্রমাণ নেই’

গত বছর মুম্বই পুলিশ পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে। দু’মাস পুলিশ হেফাজতে থাকার পর জামিন পেয়েছিলেন তিনি। রাজের এই গ্রেফতারির পর চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন শিল্পা।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১২:৩০
পর্নোগ্রাফি মামলায় রেহাই চাইলেন রাজ কুন্দ্রা।

পর্নোগ্রাফি মামলায় রেহাই চাইলেন রাজ কুন্দ্রা। —ফাইল ছবি

পর্নোগ্রাফি মামলায় রেহাই চেয়ে আদালতে মুক্তির আর্জি জানালেন শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তাঁর এই আবেদনের বিরোধিতা করে পাল্টা জবাব দিয়েছে বিরোধী পক্ষও। বলা হয়েছে, রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রাথমিক ভাবে যে যে অভিযোগ উঠেছে, তার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাই এই মামলায় রাজকে রেহাই দেওয়া উচিত নয়।

বিরোধী পক্ষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজের আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, ‘‘আমরা সব অভিযোগের উত্তর দিতে প্রস্তুত। যদিও এ ক্ষেত্রে প্রাথমিক ভাবে একটি মামলা সাজানো হয়েছে, তবে আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। সত্যিটা ঠিক প্রকাশ পাবে।’’ তিনি আরও জানান, কুন্দ্রার বিরুদ্ধে কোনও স্পষ্ট প্রমাণ নেই। আদালতে যুক্তি দিয়েই এই মামলা লড়বেন তাঁরা।

Advertisement

গত বছর মুম্বই পুলিশ পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে। দু’মাস পুলিশ হেফাজতে থাকার পর জামিন পেয়েছিলেন শিল্পার স্বামী। রাজ কুন্দ্রার এই গ্রেফতারির পর বি-টাউনে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন শিল্পা। তাঁর স্বামীর বিরুদ্ধে বেআইনি ভাবে পর্নোগ্রাফি বা নীল ছবি বানানোর অভিযোগ আনা হয়েছিল। তাঁর এই ব্যবসার সঙ্গে বিদেশ-যোগ রয়েছে বলেও জানান মুম্বই পুলিশের তদন্তকারী অফিসাররা। যদিও রাজ সমস্ত অভিযোগই অস্বীকার করেছিলেন।

মুম্বই পুলিশ পর্নোগ্রাফি মামলায় চার্জশিট দাখিল করার পর এই মামলা থেকে রেহাই চেয়ে আদালতে মুক্তির আর্জি জানিয়েছেন রাজ।

প্রসঙ্গত, শুক্রবার ছিল রাজ কুন্দ্রার জন্মদিন। ৪৭ বছরে পা দিয়েছেন তিনি। নেটমাধ্যমে স্বামীর জন্মদিন উপলক্ষে পোস্ট করেছেন শিল্পা। রাজের সুস্বাস্থ্য এবং সুরক্ষা কামনা করেছেন তিনি।

আরও পড়ুন
Advertisement