Delhi Murder Case

ক্লাসে গোলমাল, ছুটির পর স্কুলের সামনেই কিশোরকে কুপিয়ে খুন সহপাঠীর!

দিল্লিতে একটি স্কুলের সামনে শুক্রবার ১৪ বছরের কিশোরকে ধারালো অস্ত্র কুপিয়ে খুন করা হয়। অভিযোগ তার সহপাঠীর বিরুদ্ধে। এই ঘটনায় নাবালক-সহ মোট সাত জনকে আটক করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৪:১৮
দিল্লিতে স্কুলের সামনেই ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ!

দিল্লিতে স্কুলের সামনেই ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলে অতিরিক্ত ক্লাস চলাকালীন ঝামেলা হয়েছিল। বেশ কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় দু’জনের মধ্যে। ছুটির পর স্কুলের সামনেই খুন হয়ে গেল কিশোর! সহপাঠীর বিরুদ্ধে তাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচ জনই নাবালক।

Advertisement

দিল্লির শকরপুর এলাকার ঘটনা। রাজকীয় সর্বোদয় বাল বিদ্যালয়ের সামনে শুক্রবার বিকেলে খুন হয়েছে ১৪ বছরের ইশু গুপ্তা। ওই স্কুলেরই ছাত্র ছিল সে। অভিযোগ, সহপাঠী কৃষ্ণ কয়েক জনের সহায়তায় তাকে খুন করেছে। তার আগে স্কুলে ক্লাস চলাকালীন তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই রাগ থেকেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিল্লির ওই স্কুলে বাড়তি সময় ধরে ক্লাস চলছিল। ইশু এবং কৃষ্ণ, দু’জনেই সেখানে ছিল। কোনও বিষয়কে কেন্দ্র করে ক্লাসের মধ্যেই তাদের ঝামেলা হয়। একে অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে তারা। ক্লাসের মধ্যে কিছু ক্ষণে বিষয়টি মিটে গিয়েছিল। কিন্তু কৃষ্ণ রাগ পুষে রেখেছিল। স্কুল ছুটি হওয়ার পর সে দলবল নিয়ে চড়াও হয় বন্ধুর উপর। ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ইশুর পায়ে কোপ মারে। তার পর শরীরের একাধিক অংশে কোপ মারা হয়। স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মূল অভিযুক্ত-সহ মোট সাত জনকে স্কুল চত্বর থেকেই তারা আটক করে। তাদের মধ্যে পাঁচ জন নাবালক। পুলিশ জানিয়েছে, বাকি দুই ধৃতের মধ্যে এক জনের বয়স ১৯ এবং অন্য জনের বয়স ৩১ বছর। অভিযুক্তের সঙ্গে তাঁদের কী সম্পর্ক, খুনের সময়ে তাঁদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন