NHSRC Recruitment 2025

ন্যাশনাল হেল্‌থ সিস্টেমস রিসোর্স সেন্টারে কর্মখালি, মাসে ১ লক্ষেরও বেশি আয়ের সুযোগ

সিনিয়র কনসালট্যান্ট পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এই কাজের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৪:১৫
National Health Systems Resource Centre.

ন্যাশনাল হেল্‌থ সিস্টেমস রিসোর্স সেন্টার, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত।

এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন? এমন প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায় চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের নয়াদিল্লির দফতরে ওই কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

কোন পদে কর্মী প্রয়োজন?

সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৫০ বছর বয়সি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

শর্তাবলি:

  • নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
  • হেলথ্‌কেয়ার টেকনোলজি নিয়ে কাজ করার সুযোগ থাকবে।
  • রিসার্চ মেথোডলজির বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন।
  • তথ্য যাচাই এবং বিশ্লেষণের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

কারা আবেদন করতে পারবেন?

এই পদে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদিত ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের হেলথ টেকনোলজি শাখায় অন্তত দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বেতন:

নিযুক্ত ব্যক্তি মাসে ৯০ হাজার টাকা থেকে শুরু ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।

প্রার্থীরা এই পদে অনলাইনে আবেদন করতে পারবেন। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। উল্লিখিত পদে ২১ জানুয়ারি আবেদন গ্রহণের শেষ দিন। অন্যান্য তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন