Sourav Ganguly In New TV Show

গুঞ্জনে সিলমোহর, ‘বস্‌’ হয়ে ফিরছেন সৌরভ! করবেন ‘দাদাগিরি’ও, কী ভাবে সামলাবেন সব কিছু?

মার্চ মাসের শুরু থেকে শোনা যাচ্ছিল, জি বাংলার ক্যুইজ় অনুষ্ঠানের সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন বাংলার ‘মহারাজ’। অন্য চ্যানেলে বড় করে ফিরছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৩:১৪
নতুন রূপে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

নতুন রূপে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

‘দাদাগিরি’তে আর মন নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি নাকি বাংলার ‘বিগ বস্’ হয়ে ফিরতে চান! যার জেরে চ্যানেল পরিবর্তন করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এই খবর মার্চের একেবারে শুরুর দিকের। সেই সময় আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সৌরভ, ‘দাদাগিরি’র পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। কেউ কোনও উত্তর দেননি। রবিবার রাতে এই গুঞ্জনে সিলমোহর পড়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘দাদা’ জি বাংলায় ‘দাদাগিরি’ও করবেন। পাশাপাশি যুক্ত হচ্ছেন স্টার জলসার সঙ্গে।

Advertisement

সেই সময় এ-ও শোনা গিয়েছিল, এক সময়ের বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস্ বাংলা’ নাকি ফিরতে চলেছে। সেখানেই সৌরভ ‘দ্য বস্’! বিষয়টি নিয়েও স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কোনও সাড়া মেলেনি। রবিবার রাতে এ বিষয়ে কোনও সদুত্তর না মিললেও ‘দাদা’র ঘনিষ্ঠমহলের দাবি, একেবারে ভিন্ন ধারার কোনও শো-তে দেখা যাবে তাঁকে। অর্থাৎ, বাংলা ‘বিগ বস্‌’-এর ঘরে ‘বস্‌’ হয়ে ফেরার সম্ভাবনাই বেশি তাঁর। একই সঙ্গে বদলে যাবে ‘দাদাগিরি’র আঙ্গিকও। একদম ভিন্ন ভাবে শুরু হবে শো-টি। প্রসঙ্গত, ২০১৫-য় ‘বিগ বস্ বাংলা’ প্রথম দেখানো হয় ইটিভি বাংলা চ্যানেলে। সঞ্চালনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। ২০১৬-য় এর দ্বিতীয় সিজ়ন দেখানো হয়। সেই পর্বের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিৎ। দু’টি সিজ়নের পর আর শো-টির সম্প্রচার হয়নি।

একই শো একটানা সঞ্চালনা করতে করতেই কি একঘেয়েমিতে ভুগছেন সৌরভ? তিনি না থাকলে শো-এর ভবিষ্যৎ কী? গুঞ্জনে সিলমোহর পড়তেই উঠেছে প্রশ্ন। উত্তর যদিও অজানা।

প্রসঙ্গত, ‘দাদাগিরি’র সঞ্চালনা দিয়েই বিনোদন দুনিয়ায় পা রাখেন সৌরভ। ২০০৯ থেকে ২০২৪, লম্বা সফর তাঁর। ১০টি সিজ়ন সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। প্রত্যেক পর্বে নিজেকে নতুন করে উপস্থাপিত করেছেন। কেবল ‘দাদা’র সঞ্চালনা দেখবেন বলে প্রতি বছর অধীর অপেক্ষা থাকে দর্শকের।

Advertisement
আরও পড়ুন