Debchandrima Singha Roy

‘জিবলি’তে মুখ ঢেকে দেবচন্দ্রিমার প্রেমিক! প্রাক্তনকে তুলোধনার মধ্যেই প্রকাশ প্রেমের ইস্তাহার?

প্রাক্তনের হাত গুঁড়িয়ে দেওয়ার মতো মন্তব্য করেছেন। যদিও সবটাই নাম না নিয়ে। প্রাক্তনকে কড়া হুঁশিয়ারির মাঝে এ বার দেবচন্দ্রিমার প্রেমের ইস্তাহার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৫:০৭
দেবচন্দ্রিমা সিংহ রায়ের জীবনে নতুন মানুষটি কে?

দেবচন্দ্রিমা সিংহ রায়ের জীবনে নতুন মানুষটি কে? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যম উত্তাল দেবচন্দ্রিমা সিংহ রায়ের নানা মন্তব্য নিয়ে। নাম না করেই প্রাক্তন সায়ন্ত মোদককে নিয়ে নানা সময় নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিনেত্রী। কখনও সায়ন্তের বর্তমান প্রেমিকা কিরণ মজুমদারের পক্ষ নিয়ে কথা বলেছেন, কখনও প্রাক্তনের হাত গুঁড়িয়ে দেওয়ার মতো মন্তব্য করেছেন। যদিও সবটাই নাম না করে। প্রাক্তনকে কড়া হুশিয়ারির মাঝেই এ বার দেবচন্দ্রিমা প্রকাশ করলেন প্রেমের ইস্তাহার!

Advertisement

এই মুহূর্তে কৃত্রিম মেধার তৈরি করা ছবি ছড়িয়ে রয়েছে সমাজমাধ্যমে। সাধারণ মানুষ থেকে তারকা সকলেই গা ভাসিয়েছেন এই নয়া ট্রেন্ডে। বাদ পড়েননি দেবচন্দ্রিমাও। তিনি নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। তার মধ্যেই একটি ছবিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন যুগল। মেয়েটির তাকিয়ে আছে ছেলেটির দিকে। আর একটি ছবিতে দুই পোষ্যকে নিয়ে ছেলেটি শুয়ে রয়েছে বিছানায়। সব ক’টি ছবি যে হেতু ‘অ্যানিমেটেড’, সে কারণেই মুখের আকার বোঝা সম্ভব নয়। সেই কারণেই খানিক নিশ্চিন্ত তিনি! দেবচন্দ্রিমা ছবিগুলি পোস্ট করে লেখেন, ‘‘আমাদের মনের কথা প্রকাশ্যে আনতে জিবলি না বুঝেই সাহায্য করল।’’ এই ছবি প্রকাশ্যে আসতেই দেবচন্দ্রিমার জীবনের এই মানুষটিকে নিয়ে শুরু হয়েছে ফিসফাস। দেবচন্দ্রিমা মনের মানুষকে প্রকাশ্যে এনেও রাখলেন আড়াল।

দেবচন্দ্রিমা ‘জিবলি’তে দিলেন ইঙ্গিত।

দেবচন্দ্রিমা ‘জিবলি’তে দিলেন ইঙ্গিত। ছবি: সংগৃহীত।

Advertisement
আরও পড়ুন