Calcutta High Court

খারিজ রাজ্যের আর্জি, শিক্ষামিত্রেরাও ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন, জানিয়ে দিল হাই কোর্ট

২০০৪ সালে সর্বশিক্ষা মিশনের আওতায় শিক্ষামিত্র নিয়োগ করেছিল রাজ্য। তাঁদের মূল কাজ ছিল, পিছিয়ে পড়া এবং স্কুলছুট ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানো।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৫:০৭
শিক্ষামিত্রেরা ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। জানাল কলকাতা হাই কোর্ট।

শিক্ষামিত্রেরা ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। জানাল কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শিক্ষামিত্রেরাও ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। রাজ্যের আবেদন খারিজ করে জানাল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানায়, সাধারণ শিক্ষকদের মতো শিক্ষামিত্রদেরও ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে। সিঙ্গল বেঞ্চ ওই মর্মে যে রায় দিয়েছিল, তাই-ই বহাল থাকবে। হাই কোর্টের নির্দেশ, বকেয়া বেতন মিটিয়ে ওই সব শিক্ষামিত্রের কাজে ফেরাতে হবে রাজ্যকে।

Advertisement

২০০৪ সালে সর্বশিক্ষা মিশনের আওতায় শিক্ষামিত্র নিয়োগ করে রাজ্য। তাঁদের মূল কাজ ছিল, পিছিয়ে পড়া এবং স্কুলছুট ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানো। ওই সব পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব ছিল শিক্ষামিত্রদের উপর। ওই কাজের জন্য তাঁদের প্রতি মাসে ২,৪০০ টাকা করে বেতন দেওয়া হত। ২০১৩ সালে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে তাঁদের স্বেচ্ছাসেবক ঘোষণা করে রাজ্য। পরের বছর, ২০১৪ সালে তাঁদের ভাতা বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, ৬০ বছরের আগেই চাকরি থেকে অবসর নিতে হবে। রাজ্যের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন শিক্ষামিত্রদের একাংশ। ২০২৩ সালের ২৬ এপ্রিল বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ রাজ্যের ওই সিদ্ধান্ত খারিজ করে দেয়।

সিঙ্গল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয়।

Advertisement
আরও পড়ুন