St. Xaviers University Recruitment 2025

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ, কোন বিষয়ে?

নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন শুরুতে হবে ৫৭,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধা মিলবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫
St. Xavier\\\\\\\'s University, Kolkata

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নিউটাউনের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। এমনটা জানিয়ে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজের তরফে। বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় অধীনস্থ জেভিয়ার বিজনেস স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহীদের অনলাইন এবং অফলাইনে আবেদন করতে হবে।

Advertisement

নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। নিযুক্তকে বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট, বিশেষত ফিন্যান্স পড়াতে হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন শুরুতে হবে ৫৭,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধা মিলবে।

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতকের পরে এমবিএ বা পোস্ট গ্র‍্যাজুয়েট ডিপ্লোমায় ফার্স্ট ক্লাস থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকা আবশ্যিক। পাশাপাশি, ন্যূনতম দু’বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়া, ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্ধারিত নিয়ম মেনেই যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পরে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ তারিখ যথাক্রমে ১৭ এবং ২০ জানুয়ারি। তার পরে সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে আগামী ৩০ জানুয়ারি। এই বিষয়ে বাকি তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন