যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জন্য এই নিয়োগ হবে গেস্ট লেকচারার বা অতিথি শিক্ষক পদে। শূন্যপদের সংখ্যা আট। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। ক্লাস পিছু সাম্মানিক মিলবে ৫০০ টাকা। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য কোনও বয়সসীমা কথা উল্লেখ করা হয়নি।
অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য ইউজিসি বা রাজ্য সরকারি নিয়ম মেনে যোগ্যতামান নির্ধারণ করা হয়েছে। জানানো হয়েছে, প্রার্থীদের ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, নেট/ স্লেট-এ উত্তীর্ণ হওয়াও জরুরি। যাঁদের ইতিহাসে পিএইচডি, শিক্ষকতার অভিজ্ঞতা বা প্রকাশিত গবেষণা প্রবন্ধ রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু বেলা ১১টায়। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে সকাল সাড়ে ১০টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।