ইগনু। সংগৃহীত ছবি।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কাজের সুযোগ। মঙ্গলবার সে সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের স্বল্প সময়ে চুক্তির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জার্নালিজ়ম অ্যান্ড নিউ মিডিয়া স্টাডিজ়-এর জন্য এই নিয়োগ। নিয়োগ হবে কনসালট্যান্ট পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে ছ’মাসের জন্য এই পদে কর্মী নিয়োগ করা হবে। এর পরে তাঁর কাজ এবং প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে দু’বছর পর্যন্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের জন্য বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০-৬০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের মাস কমিউনিকেশন বা মিডিয়া সম্পর্কিত কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৪ জানুয়ারি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।