রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেডে কাজের সুযোগ। বৃহস্পতিবার এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় বিভিন্ন পদে কাজের সুযোগ রয়েছে। যার জন্য নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় গ্রুপ জেনারেল ম্যানেজার (সিভিল), গ্রুপ জেনারেল ম্যানেজার (মেকানিক্যাল), গ্রুপ জেনারেল ম্যানেজার (ইএস অ্যান্ড টি), গ্রুপ জেনারেল ম্যানেজার (ফিন্যান্স) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ছ’টি। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মীদের ‘প্রবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের দেশের যে কোনও অঞ্চলে পোস্টিং দেওয়া হতে পারে।
গ্রুপ জেনারেল ম্যানেজার এবং এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা যথাক্রমে ৫৩ এবং ৪১ বছর। গ্রুপ জেনারেল ম্যানেজার এবং এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের বেতনকাঠামো হবে যথাক্রমে মাসে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা এবং ৭০,০০০-২,০০,০০০ টাকা।
গ্রুপ জেনারেল ম্যানেজার (সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি এবং ২৩ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। একই ভাবে, বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০০ এবং ৬০০ টাকা। আগামী ১৭ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।