এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। পোস্টিং হবে সংস্থার পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতায়। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় মেডিক্যাল কনসালট্যান্ট (নন-স্পেশালিস্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। সংস্থায় সপ্তাহে পাঁচ দিন এবং দৈনিক ছ’ঘন্টার ডিউটি থাকবে নিযুক্ত ব্যক্তির। তাঁর দৈনিক সাম্মানিকের পরিমাণ হবে ৩০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৭০ বছর হতে হবে। পাশাপাশি, তাঁদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা কেন্দ্র সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি এবং কোনও নামী সরকারি/ বেসরকারি হাসপাতালে ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে অবসরপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।