এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দিন দুয়েক আগেই জোড়া দেহ উদ্ধার হয়েছিল উত্তরপ্রদেশের লখিমপুরে। সেই জোড়া খুনের ঘটনায় রবিবার গ্রেফতার হলেন এক পুলিশ কনস্টেবল। অভিযোগ, স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত যুবক এবং তাঁর বন্ধুকে পর পর ছুরির আঘাত করে খুন করেন অভিযুক্ত!
পুলিশ সূত্রে খবর, মনোজ কুমার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রীর, এমন সন্দেহ করেন অভিযুক্ত কনস্টেবল। সেই সন্দেহ দীর্ঘ দিন ধরে মনের মধ্যে পুষে রেখেছিলেন তিনি। সেই সঙ্গে স্ত্রীর প্রেমিককে খুন করার পরিকল্পনাও করেন অভিযুক্ত। দিন দুয়েক আগে স্ত্রীকে দিয়ে মনোজকে নির্জন স্থানে ডেকে পাঠান। তার পর আচমকাই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান ওই কনস্টেবল। মনোজে শরীরের বিভিন্ন অংশে কমপক্ষে ২০ বার কোপ বসান তিনি। কেটে ফেলেন গলার নলিও। বাধা দিতে এলে মনোজের বন্ধু রোহিত লোধির উপর আক্রমণ করেন তিনি। তাঁর ঘাড়ে কোপ বসান।
শুক্রবার রাতে লখিমপুরের নাগওয়া সেতুর কাছে মনোজ এবং রোহিতের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে, সুপরিকল্পিত ভাবে মনোজকে খুন করার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত। ঘটনার সময় আহত হন তাঁর স্ত্রীও। কাটা যায় তাঁর আঙুল।