উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সংগৃহীত ছবি।
শিলিগুড়িতে কাজের সুযোগ। এই মর্মে বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্যানসার নিয়ে গবেষণাধর্মী কাজ হবে। সেই প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
হাসপাতালের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টুল ফর ডিটেকশন অফ ব্রেস্ট অ্যান্ড ওরাল ক্যানসার’। প্রকল্পটির কাজ হবে প্রতিষ্ঠানের প্যাথোলজি বিভাগে। এর জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে প্রথমে ছ’মাস। এর পর সেই মেয়াদ বাড়িয়ে এক বছর করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বিজ্ঞপ্তিতে কোনও বয়ঃসীমা বা পারিশ্রমিকের কথা উল্লেখ করা হয়নি।
আবেদনকারীদের বিজ্ঞানে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং বা সমতুল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা। যোগ্যতার অন্য মাপকাঠির কথাও মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৬ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২ এপ্রিল সকাল সাড়ে ১১টা থেকে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।