যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি সেন্টারের জন্য এই নিয়োগ, যেখানে নিযুক্তদের অস্থায়ী ভাবে কাজের সুযোগ মিলবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্টাডিজ় ইন কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ওয়েলবিয়িংয়ের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। যা পরবর্তী কালে বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের মাসে সর্বাধিক ১৫ দিন কাজ করতে হবে। তাঁদের দৈনিক বেতন হবে ৫০০ টাকা।
আবেদনকারীদের হিউম্যানিটিজ় এবং সোশ্যাল সায়েন্সের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, তাঁদের ইংরেজি এবং বাংলা ভাষায় কথোপকথন এবং লেখালিখিতেও পারদর্শী হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগামী ৮ এপ্রিল দুপুর ১টা থেকে সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকার বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।