ছবি: সংগৃহীত।
স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাবেন বলে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন তরুণী। সমুদ্রের ধার বরাবর বালির উপর দিয়ে স্বামীর হাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ সমুদ্রে কিছু একটা ভেসে উঠতে দেখেন তিনি। দূর থেকে দেখে ভাবেন যে, কোনও মৃত মাছ। কিন্তু কাছে যেতেই চমকে ওঠেন দম্পতি। এ যে ‘মৎস্যকন্যা’র কঙ্কাল! সমাজমাধ্যমের পাতায় সেই ছবি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ব্রিটেনের মারগেট শহরের সমুদ্রসৈকতে ঘটেছে। তরুণীর নাম পলা রেগান। পলা তাঁর স্বামী ডেভের সঙ্গে সমুদ্রসৈকতে হাঁটছিলেন। পলার দাবি, বালির উপর শৈবালে জড়ানো বিশাল একটি মাছ দেখতে পান তিনি। কিন্তু কাছে পৌঁছতেই ভুল ভাঙে তাঁর। এ তো মাছ নয়! বরং তার বীভৎস রূপ দেখে ভয় পেয়ে যান দম্পতি। তাঁদের দেখে সেখানে ছুটে যান অন্য স্থানীয়েরা।
প্রত্যক্ষদর্শীদের অধিকাংশের অনুমান, সেটি কোনও মৎস্যকন্যার কঙ্কাল। তার সামনের অংশটুকু দেখলে মনে হয় মানবদেহের অংশ। আবার কোমর থেকে বাকি অংশটুকু মাছের মতো। সাধারণত মৎস্যকন্যারা এমন দেখতে হয় বলে দাবি তাঁদের। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় কেউ কেউ সেই রহস্যময় বস্তুটিকে ‘ভিন্গ্রহী’ বলে দাবি করতেও পিছপা হননি। তবে নেটাগরিকদের অধিকাংশের মতে, এটি বড় জাহাজে থাকা কোনও মূর্তি। সমুদ্রে কোনও ভাবে হয়তো পড়ে গিয়েছিল। ভাগ্যক্রমে তা সমুদ্রসৈকতে ভেসে উঠেছে।