নতুন এই দস্তানা পরে আইপিএলে ব্যাট করবেন রোহিত শর্মা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আইপিএলে ব্যাট করার সময় বিশেষ ভাবে তৈরি একটি দস্তানা (গ্লাভস) ব্যবহার করবেন রোহিত শর্মা। যে সংস্থা রোহিতকে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে, সেই সংস্থাই তৈরি করেছে নতুন দস্তানা। যাতে রয়েছে বিশেষ একটি বার্তা।
ক্রিকেটজীবনে পাশে থাকায় পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান রোহিত। তাঁর ভাবনার কথা জানতে পেরে সংস্থাটি ব্যাট করার বিশেষ দস্তানা তৈরি করে দিয়েছে। যাতে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে ‘এস’, ‘এ’, ‘আর’। রোহিতের নতুন দস্তানার ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
রোহিতের নতুন দস্তানায় লেখা ‘এস’ অক্ষরের অর্থ তাঁর মেয়ে সামাইরা। ‘এ’ অক্ষরের অর্থ তাঁর ছেলে অহান এবং ‘আর’ অক্ষরের অর্থ তাঁর স্ত্রী রীতিকা। অর্থাৎ দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে আইপিএলে ব্যাট করতে নামবেন ভারতীয় দলের অধিনায়ক। খেলার জুতো বা সরঞ্জামে স্ত্রী, সন্তানদের নাম লেখার বহু নজির রয়েছে। আইপিএলে রোহিতকেও এ বার সে ভাবেই দেখা যাবে।
আইপিএলে মুম্বইয়ের প্রথম ম্যাচ রবিবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে। এই ম্যাচেই নতুন ব্যাটিং দস্তানা পরে নামবেন রোহিত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কয়েক দিন আগে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। স্বভাবতই এ বারের আইপিএলে রোহিতকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আলাদা আগ্রহ থাকবে।