বসু বিজ্ঞান মন্দির। ছবি: সংগৃহীত।
বসু বিজ্ঞান মন্দিরের (বোস ইনস্টিটিউট) গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্ট সায়েন্টিস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে ফেসিলিটি ফর অ্যান্টিপ্রোটন অ্যান্ড আয়ন রিসার্চ (এফএআইআর) প্রকল্পে কাজ করতে হবে। গবেষণা প্রকল্পের নাম ‘ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন দ্য কনস্ট্রাকশন অফ ফেসিলিটি ফর অ্যান্টিপ্রোটন অ্যান্ড আয়ন রিসার্চ (এফএআইআর) অ্যাট ডার্মস্টাড, জার্মানি’। শূন্যপদ চারটি।
প্রজেক্ট সায়েন্টিস্ট পদে পদার্থবিদ্যায় পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক হবে ৫৬ হাজার টাকা। মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে।
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে পূর্বে পাঁচ বছর কাজ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে যে কোনও বিষয়ে স্নাতক হওয়া বাঞ্ছনীয়। কাজের পারিশ্রমিক ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কাজের জন্য আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
ডাকযোগে বসু বিজ্ঞান মন্দিরের রেজিস্ট্রারকে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও পাঠাতে হবে। আবেদনপত্র ৬ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে বসু বিজ্ঞান মন্দিরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।