BU Recruitment 2024

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে কর্মখালি, আবেদন কী ভাবে?

বিশ্ববিদ্যালয়ের তরফে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে মোট ৩৬ মাসের জন্য সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৩:১৯
Burdwan University.

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ। ওই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। শূন্যপদ একটি।

Advertisement

প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে পদার্থবিদ্যা বা ইলেক্ট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। ওই প্রার্থীর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম, মাইক্রোওয়েভস কমিউনিকেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ওই পদে মোট ৩৬ মাসের জন্য কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে জীবনপঞ্জি এবং অন্যান্য নথি-সহ আবেদনপত্র পাঠাতে হবে। পাশাপাশি, ২৫০ টাকার একটি ডিমান্ড ড্রাফট জমা দিতে বলা হয়েছে।

উল্লিখিত পদে আবেদন গ্রহণের শেষ দিন ১৫ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement