Aishwarya Rai Bachchan

বাবা-মা দু’জনেই লড়াই করেছেন ক্যানসারের সঙ্গে, এখন কেমন আছেন ঐশ্বর্যার মা?

গত বছরের শেষের দিকে এক অনুষ্ঠানে ঐশ্বর্যা জানিয়েছিলেন, তাঁর মা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তাঁর বাবাও ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালে প্রয়াত হন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৬:৫৯
Aishwarya Rai Bachchan’s sister in law shared a post on cancer survivor Brindya Rai

কেমন আছেন ঐশ্বর্যার মা বৃন্দা রাই। ছবি: সংগৃহীত।

ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন মা বৃন্দা রাই। সমাজমাধ্যমে নিজেই পোস্ট করে জানিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। এ বার বৃন্দার ক্যানসারের লড়াই নিয়ে মুখ খুললেন ঐশ্বর্যার বৌদি শ্রীমা রাই। শ্রীমা একজন নেটপ্রভাবী হিসাবে পরিচিত। তাই কাজ নিয়ে তাঁরও ব্যস্ততা লেগেই থাকে। সেই জন্য অসুস্থ থাকা সত্ত্বেও শ্রীমার সন্তানদের দেখভাল করেছেন ঐশ্বর্যার মা।

Advertisement

ক্যানসার জয় করেছেন বৃন্দা রাই। তাই সমাজমাধ্যমের পোস্টে শ্রীমা তাঁর শাশুড়ির মাথায় মুকুট পরিয়েছেন। সঙ্গে লিখেছেন, “আমি যখন কাজে ব্যস্ত থাকতাম, তখনও আমার সন্তানদের দেখভাল করার জন্য আমার শাশুড়ি মাকে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ। তিনি যখন ক্যানসারের সঙ্গে লড়ছেন, আমি কোনও ছবি পোস্ট করিনি। আমি ওঁর ব্যক্তিগত সময়কে সম্মান করেছি।”

গত বছরের শেষের দিকে এক অনুষ্ঠানে ঐশ্বর্যা জানিয়েছিলেন, তাঁর মা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তাঁর বাবাও ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালে প্রয়াত হন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “আমি জানি না, এটা বলা ঠিক হবে কি না। ক্যানসার আমাদের জীবনকে খুব ব্যক্তিগত ভাবে স্পর্শ করেছে। প্রথমে বাবা লড়াই করলেন ক্যানসারের সঙ্গে। আর এই বছর শুরুর দিকে মায়ের ক্যানসার ধরা পড়ল। তবে অসাধারণ কয়েক জন চিকিৎসকের সাহায্যে এবং মানুষের প্রার্থনায় মা এখন ক্যানসার মুক্ত।”

ঐশ্বর্যা নিজেই বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মায়ের খুব কাছাকাছি থাকেন তিনি। কিছু দিন আগেই ছিল ঐশ্বর্যা-কন্যা আরাধ্যার জন্মদিন। সেই জন্মদিনের পোস্টে ঐশ্বর্যা তাঁর মায়েরও একটি ছবি প্রকাশ করেছিলেন সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন