Apprenticeship Recruitment 2024

১ হাজারেরও বেশি শূন্যপদে ভারতীয় রেলে শিক্ষানবিশির সুযোগ, অগ্রাধিকার পাবেন কারা?

রেলের দক্ষিণ-পূর্ব শাখার খড়্গপুর, টিকিয়াপাড়া, সাঁতরাগাছি, চক্রধরপুর, আদ্রা, রাঁচি-সহ বিভিন্ন ইউনিটে মোট ১,৭৮৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৪:৪৯
Indian Rail.

প্রতীকী চিত্র।

ভারতীয় রেলে শিক্ষানবিশির সুযোগ। রেলের দক্ষিণ-পূর্ব শাখার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ওই তথ্য অনুযায়ী, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে খড়্গপুর, টিকিয়াপাড়া, সাঁতরাগাছি, চক্রধরপুর, আদ্রা, রাঁচি-সহ বিভিন্ন ইউনিটে মোট ১,৭৮৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

দশম উত্তীর্ণ এবং বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিরা এই প্রশিক্ষণটি নেওয়ার সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সঙ্গে দশমের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী পড়ুয়াদের শারীরিক ভাবে সক্ষম হওয়া প্রয়োজন। আইটিআই শংসাপত্রে প্রাপ্ত নম্বরের নিরিখে তাঁদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আবেদনের জন্য মহিলা বা তফশিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থীদের কোনও ফি জমা দিতে হবে না। তবে, অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদনমূল্য ১০০ টাকা।

আগ্রহীদের দক্ষিণ পূর্ব রেলের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সেখানেই দেওয়া একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনের শেষ দিন ২৭ ডিসেম্বর। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে রেলের দক্ষিণ-পূর্ব-মধ্য শাখার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement