India Launched Missile

পাল্লা ৩৫০০ কিমি! পরমাণু অস্ত্র বহনক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ‘আইএনএস আরিঘাট’ থেকে

কে-৪ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ভারত ছাড়াও আমেরিকা, রাশিয়া এবং চিনের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:০৩
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত। ফাইল চিত্র।

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত। ফাইল চিত্র।

নৌসেনার ডুবোজাহাজ আইএনএস আরিঘাট থেকে পরমাণু অস্ত্র বহনক্ষম কে-৪ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল ভারত। ৩৫০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিশাখাপত্তনমে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে নৌসেনা। পরমাণু অস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ আইএনএস আরিঘাট থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

Advertisement

কে-৪ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এ বার আইএনএস আরিঘাটে মোতায়েন করা হল এই ক্ষেপণাস্ত্র। ভারত ছাড়াও আমেরিকা, রাশিয়া এবং চিনের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ রয়েছে। পরমাণু অস্ত্র বহনকারী সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০০ কিলোমিটার।

গত অগস্টে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্তি হয় পরমাণু অস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ আইএনএস আরিঘাট। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌসেনার নতুন সদস্য হিসাবে যোগ দেয় ঘাতক এই ডুবোজাহাজ। এটি ‘আইএনএস আরিহন্ত’-এর থেকেও অত্যাধুনিক। দেশের প্রথম পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজ আইএনএস আরিহন্ত। ২০১৬ সালে এটির অন্তর্ভুক্তি হয়েছিল। ৭৫০ কিলোমিটার পাল্লার কে-১৫ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে এই ডুবোজাহাজে। তবে সমুদ্রপথে নৌসেনাকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক আইএনএস আরিঘাট-এর আবির্ভাব।

দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই ডুবোজাহাজ। ১১৩ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ সমুদ্রের ৯৮০ থেকে ১৪০০ ফুট নীচ দিয়ে চলতে পারে। এই ডুবোজাহাজটি অরিহন্ত গোত্রের অত্যাধুনিক এসএসবিএন (শিপ, সাবমার্সিবল, ব্যালিস্টিকস নিউক্লিয়ার)। এই জাহাজে চারটি কে৪ ক্ষেপণাস্ত্র রয়েছে। যেগুলি ৩৫০০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। এ বার সেই ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা করা হল।

আরও পড়ুন
Advertisement