MAKAUT Recruitment 2024

ম্যাকাউটে শিক্ষকতার সুযোগ, ছ’টি শূন্যপদে নিয়োগ কোন বিভাগের জন্য?

নিয়োগের পরে শিক্ষকদের পারিশ্রমিক ধার্য করা হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৩১
MAKAUT

ম্যাকাউট। সংগৃহীত ছবি।

রাজ্যের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট) (পূর্বতন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি)-তে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ইতিমধ্যেই এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে। রয়েছে মোট ছ’টি শূন্যপদ। নিযুক্তদের সংশ্লিষ্ট বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ক্লাস নিতে হবে। পড়াতে হবে ইন্টারনেট অফ থিংস, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস ইউজ়িং সি অপারেটিং সিস্টেম, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড প্রোগ্রামিং কনসেপ্ট এবং ডেটা ভিস্যুয়ালাইজ়েশনের মতো নানা বিষয়।

সংশ্লিষ্ট বিভাগের স্নাতক স্তরে পড়াতে আবেদনকারীদের ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিই/ বিটেক/ বিএসসি বা এমই/ এমটেক-এ ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। এর পরে সংশ্লিষ্ট বিষয়গুলিতে নেট/ স্লেট/ সেট উত্তীর্ণ হওয়া বা পিএইচডি থাকা জরুরি। এর পাশাপাশি প্রকাশিত গবেষণাপত্র/ শিক্ষকতা বা অন্য কোনও ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে স্নাতকোত্তর স্তরে পড়ানোর জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আবেদনকারীদের বয়স রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনেই স্থির করা হবে। নিয়োগের পরে শিক্ষকদের পারিশ্রমিক ধার্য করা হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ নভেম্বর। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট https://makautwb.ac.in/index.php দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement