DVC Recruitment 2024

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মখালি, কারা আবেদন করতে পারবেন?

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:০৯
DVC

দামোদর ভ্যালি কর্পোরেশন। সংগৃহীত ছবি।

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মীদের কাজের সুযোগ দিচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। রবিবার এই মর্মে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া। যা রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে সিনিয়র অ্যাডভাইসর (সিকিউরিটি অডিট), অ্যাসোসিয়েট অ্যাডভাইসর (সিকিউরিটি অডিট), সিনিয়র কনসালট্যান্ট (সিকিউরিটি অডিট) এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট (সিকিউরিটি অডিট) পদে। মোট শূন্যপদের সংখ্যা চার। নিযুক্তদের রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্লান্ট এবং কোডারমা থার্মাল পাওয়ার প্লান্ট -এর সিকিউরিটি অডিট বা নিরাপত্তার দিক খতিয়ে দেখার দায়িত্বে থাকতে হবে। পোস্টিং হবে কলকাতায় সংস্থার সদর দফতরে। তবে কাজের জন্য উল্লিখিত প্লান্টগুলিতেও যেতে হবে তাঁদের। কাজের মেয়াদ থাকবে এক মাস। পদের ভিত্তিতে, নিযুক্তদের দৈনিক পারিশ্রমিক হবে ৪,০০০ টাকা/ ৫,০০০ টাকা/ ৭,০০০ টাকা/ ১০,০০০ টাকা।

সিনিয়র কনসালট্যান্ট (সিকিউরিটি অডিট) পদে আবেদনের জন্য প্রার্থীদের গেজেটেড র‍্যাঙ্কের পুলিশ অফিসার হতে হবে। অবসরগ্রহণ করতে হবে ইন্সপেক্টর অফ পুলিশ পদ থেকে। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদে জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন