প্রতীকী চিত্র।
কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে স্কুল-কলেজ স্তরে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের বেশ কিছু বৃত্তি দেওয়া হয়। সে রকমই একটি বৃত্তি বা স্কলারশিপ ‘সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ’। চলতি বছরের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর তরফে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হল। গত বছরের স্কলারশিপ প্রাপকদের রিনিউয়াল বা পুনর্নবীকরণের আবেদন প্রক্রিয়াও একই সঙ্গে শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে।
বোর্ডের স্থির করা শর্তাবলি অনুযায়ী, স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের শুধুমাত্র পরিবারের একমাত্র কন্যাসন্তান হলেই চলবে না। সঙ্গে তাদের সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বর্তমানে তাদের সিবিএসই স্বীকৃত স্কুলগুলিতে একাদশ বা দ্বাদশ শ্রেণির পড়ুয়া হতে হবে। তবে প্রতি শিক্ষাবর্ষে স্কুলের একাদশ বা দ্বাদশ স্তরে প্রতি মাসের টিউশন ফি ১,৫০০ টাকার বেশি হলে চলবে না।
বোর্ডের তরফে প্রদত্ত এই বৃত্তির জন্য শুধুমাত্র দেশের সিবিএসই অধীনস্থ স্কুলের পড়ুয়ারাই আবেদন করতে পারবে। প্রবাসীরা নয়। এই প্রকল্পে প্রতি মাসে পড়ুয়াদের স্কলারশিপের পরিমাণ হবে ৫০০ টাকা।
সর্বাধিক দু’বছরের জন্য এই বৃত্তি পাবে শিক্ষার্থীরা। তবে প্রতি বছর শর্তসাপেক্ষে বৃত্তির মেয়াদ বাড়ানো হবে। গত বছর অর্থাৎ ২০২৩ থেকে যারা এই বৃত্তি পাচ্ছে, তারা একাদশের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে ‘স্কলারশিপ রিনিউয়াল’-এর জন্য আবেদন করতে পারবে। এ ছাড়াও রয়েছে অন্যান্য শর্ত।
আবেদনের জন্য সিবিএসই-র মূল ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে। এর পরে আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথি এবং আবেদনমূল্যের সঙ্গে তা জমা দিতে হবে। সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠাতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন আগামী ২১ ডিসেম্বর এবং ৮ জানুয়ারি।