Train Disruption

হাসনাবাদ-শিয়ালদহ শাখার লোকালে আগুন-আতঙ্ক! যাত্রীদের চিৎকারে ট্রেন থামালেন চালক

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে হাসনাবাদ-শিয়ালদহ শাখায় একটি লোকাল ট্রেনে আগুন লেগে যায় বলে অভিযোগ। যাত্রীদের চিৎকারে চালক ট্রেন থামিয়ে দেন। অনেকেই নেমে যান।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ০৯:৪২
সণ্ডালিয়া স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ভোগান্তি যাত্রীদের।

সণ্ডালিয়া স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ভোগান্তি যাত্রীদের। —নিজস্ব চিত্র।

হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেনে আগুন-আতঙ্ক। যাত্রীদের চিৎকার শুনে ট্রেন থামিয়ে দেন চালক। আধ ঘণ্টার বেশি সময় স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়ে থাকে। অনেকে ট্রেন থেকে নেমে গিয়েছেন।

Advertisement

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে উত্তর ২৪ পরগনার বারাসত-হাসনাবাদ লাইনে একটি লোকাল ট্রেন সণ্ডালিয়া স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে যায়। ওই ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যায় বলে অভিযোগ। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। যাত্রীদের কারও কারও দাবি, বেলিয়াঘাট স্টেশন ছাড়ার পরেই তাঁরা ট্রেনে ধোঁয়া দেখতে পেয়েছিলেন। পরে আগুন দেখা যায়। তাঁদের চিৎকার শুনে চালক ট্রেন থামাতে বাধ্য হন। দু’টি কামরার সংযোগস্থলে কোনও যান্ত্রিক ত্রুটির কারণে আগুন দেখা গিয়েছিল বলে দাবি।

ট্রেন থামলে অনেকেই নেমে যান। আর ওই ট্রেনে উঠতে সাহস পাননি তাঁরা। ট্রেনটি সণ্ডালিয়া স্টেশনে আধ ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকার পর আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। রেল আধিকারিকেরা স্টেশনে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

ওই ট্রেনের এক যাত্রী অমল দাস বলেন, ‘‘আমরা ট্রেনে ছিলাম। মহিলা কামরা থেকে হঠাৎ শুনি, আগুন লেগে গিয়েছে। আমার বাড়ির লোক সেখানে ছিল। প্রথমে ওদের খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখা হয়েছে। আজ আর কোথাও যাব না। আজকের দিনটা কাজ বন্ধ হয়ে গেল। অনেকেই ট্রেন থেকে নেমে গিয়েছেন।’’

প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন, ‘‘আমরা ধোঁয়া দেখতে পেয়েছিলাম। তার পর দেখলাম, আগুন উঠছে। আমরা তো পালাতে পারলে বাঁচি। সণ্ডালিয়ায় সকলে নেমে গিয়েছে। ছেলেরাও অনেকে নেমে গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন