ICAR Kolkata Recruitment 2024

আইসিএআর অধীনস্থ সংস্থায় কর্মখালি, কর্মস্থল কলকাতা

নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:৩২
Agricultural Technology Application Research Institute.

এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থার কলকাতা কেন্দ্রে কর্মখালি। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কর্মস্থল হবে এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট। শূন্যপদ একটি।

Advertisement

পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। এ ছাড়াও অন্তত পাঁচ বছর কোনও সরকারি হাসপাতাল বা নার্সিংহোমে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে আরও দু’বছরের জন্য ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। অনূর্ধ্ব ৫০ বছর বয়সিরা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। কাজের জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকা করে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

২১ ডিসেম্বরের আগে আবেদন জমা দিতে হবে। এ ক্ষেত্রে ডাকযোগে আবেদনপত্র পাঠানো আবশ্যক। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন