CNCI Kolkata Recruitment 2024

চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মখালি, কারা আবেদন করতে পারবেন?

অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিযুক্ত ব্যক্তিকে ১,৫০,০০০ টাকা প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৫
Chittaranjan National Cancer Institute.

চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি হাসপাতালে স্বল্পসময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের জন্য কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

সিনিয়র রেসিডেন্ট হিসাবে মেডিক্যাল অঙ্কোলজি বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে রেডিয়োথেরাপি বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

পদপ্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ১,৫০,০০০ টাকা দেওয়া হবে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ নেওয়া হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রাজারহাট ক্যাম্পাসে। ১৭ ডিসেম্বর সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ শুরু হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন