viral video

রাতের অন্ধকারে গভীর কুয়োয় পড়ল বিশাল প্রাণী! উদ্ধারে এল দমকল, পুলিশ, নামল ক্রেন

শীতের রাতে জলের মধ্যেই পড়েছিল ষাঁড়টি। উপায় না দেখে মাসুরি থানা এলাকায় অবস্থিত নুরপুর গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৩:০২
Video of a bull rescued from the well after a long struggle with crane goes viral

ছবি: সংগৃহীত।

গভীর কুয়োয় পড়ে প্রাণ হারাতে বসেছিল অবোলা প্রাণীটি। সেই বিশাল প্রাণীটিকে ক্রেনের সাহায্যে কুয়ো থেকে তুলে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল গাজিয়াবাদের পুলিশ। দীর্ঘ ক্ষণ ধরে চলে এই উদ্ধার অভিযান। সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদীনগরে কুয়োয় পড়ে যায় একটি ষাঁড়। কুয়োর গভীরতা বেশি থাকায় সেখান থেকে উঠতে পারেনি ষাঁড়টি। মঙ্গলবার, ৭ জানুয়ারি রাত ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। শীতের রাতে জলের মধ্যেই পড়েছিল ষাঁড়টি। উপায় না দেখে মাসুরি থানা এলাকায় অবস্থিত নুরপুর গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতেই উদ্ধারকাজ চালাতে ছুটে আসেন দমকলবাহিনী ও পুলিশ। ষাঁড়টিকে উদ্ধার করার ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ক্রেন ব্যবহার করে দড়ি বেঁধে শেষ পর্যন্ত উদ্ধার করা হয় প্রাণীটিকে।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাত পর্যন্ত ষাঁড়টিকে উদ্ধার করতে হিমশিম খেয়ে যান দমকলকর্মীরা। শেষ পর্যন্ত ক্রেন এনে তুলতে হয় সেটিকে। ‘ট্রাইসিটি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে উদ্ধার অভিযানের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, দীর্ঘ লড়াইয়ের পর ষাঁড়টিকে জল থেকে উদ্ধার করেন কর্মকর্তারা। এক দমকলকর্মীকে দেখা গিয়েছে ক্রেনের মাথায় চড়ে ধীরে ধীরে সেই কুয়ো থেকে উঠে আসছেন। নীচে যন্ত্রের সঙ্গে বাঁধা রয়েছে ষাঁড়টি। ক্রেনের সাহায্যে ভারী ও বিশাল ষাঁড়টিকে কুয়ো থেকে উদ্ধার আনার ঘটনা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রাণীটিকে উদ্ধারে তৎপরতার জন্য স্থানীয় প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement
আরও পড়ুন