CSIR Jobs

সিএসআইআর অধীনস্থ সংস্থায় স্টেনোগ্রাফার-সহ একাধিক পদে কর্মখালি, কারা আবেদন করবেন?

কাজের জন্য প্রতি মাসে ৩৬ হাজার টাকা থেকে শুরু ৪৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩
Council of Scientific & Industrial Research.

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। ছবি: সংগৃহীত।

স্টেনোগ্রাফার-সহ বিভিন্ন পদে কর্মখালি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেই নিয়োগের শর্তাবলি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে জুনিয়র স্টেনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

জুনিয়র স্টেনোগ্রাফার পদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে, যাঁরা কম্পিউটারে হিন্দি এবং ইংরেজিতে দ্রুত টাইপ করতে পারেন। দশ মিনিটে ৩৫০টি ইংরেজি শব্দ এবং ৩০০টি হিন্দি শব্দ টাইপের দক্ষতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট পদের জন্য অনূর্ধ্ব ২৭ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। প্রতি মাসে তাঁদের জন্য ৪৭ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হিসাবে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা উল্লিখিত পদের জন্য আবেদন পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ এবং ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন। এই কাজের জন্য প্রতি মাসে ৩৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। আবেদন পাঠাতে হবে অনলাইনে। আবেদনমূল্য ৫০০ টাকা। ২৭ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন