‘Greater Israel’ map Controversy

প্যালেস্টাইন, লেবানন, জর্ডন, সিরিয়াকে জুড়ে নিয়ে ‘বৃহত্তর ইজ়রায়েল’! ক্ষোভ আরব দুনিয়ায়

এক্স অ্যাকাউন্টে আরবি ভাষার ‘বৃহত্তর ইজরায়েল’-এর মানচিত্র প্রকাশ করেছে নেতানিয়াহুর সরকার। প্যালেস্টাইন, জর্ডন, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডের একাংশ রয়েছে তাতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৩:১১
New ‘Greater Israel’ map creates massive row in Arabian Peninsula

ইজ়রায়েলের নতুন মানচিত্র হাতে বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল ছবি।

এ বার ‘বৃহত্তর ইজ়রায়েল’ বিতর্কে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তারা সম্প্রতি প্যালেস্টাইন, জর্ডন, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডের একাংশকে জুড়ে যে নতুন মানচিত্র প্রকাশ করেছে, তার তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে আরব দুনিয়ায়।

Advertisement

আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে গত ৬ জানুয়ারি ‘বৃহত্তর ইজরায়েল’-এর মানচিত্র প্রকাশ করে নেতানিয়াহুর সরকারের বিদেশ মন্ত্রক। প্যালেস্টাইন, জর্ডন, লেবানন এবং সিরিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, সৌদি আরব এমনকি, পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক মঞ্চ ‘আরব লিগ’ নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের নিন্দা করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর অছিলায় প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ার অধিকাংশ এলাকাই দখলে নিয়েছে ইজ়রায়েলি সেনা। একই কায়দায় গত বছর শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালানোর সময় দক্ষিণ লেবাননের কিছু অংশ কব্জা করেছে তারা। বাশার আল-আসাদের সরকারের পতনের পর গোলান মালভূমির পরিসর ছাড়িয়ে সিরিয়ার নতুন অনেক এলাকারও নিয়ন্ত্রণ নিয়েছে নেতানিয়াহু ফৌজ। এই আবহে ‘বৃহত্তর ইজ়রায়েল’ মানচিত্র নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে পশ্চিম এশিয়ায়।

Advertisement
আরও পড়ুন