Birbhum Raids

বীরভূমে বালি পাচার বন্ধে নৈশ অভিযানে জেলাশাসক, নানুরে আটক বেশ কয়েকটি লরি

বৃহস্পতিবার গভীর রাতে নানুরের একাধিক বালিঘাটে অভিযান চালান বীরভূমের জেলাশাসক বিধান রায়। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং বিশাল পুলিশবাহিনী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৩:০৯
(বাঁ দিকে) বীরভূমের জেলাশাসক বিধান রায়। আটক বালিবোঝাই লরি (ডান দিকে)।

(বাঁ দিকে) বীরভূমের জেলাশাসক বিধান রায়। আটক বালিবোঝাই লরি (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর অবৈধ ভাবে বালি উত্তোলন এবং পাচারের বিরুদ্ধে পদক্ষেপ করল বীরভূম জেলা প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে নানুরের একাধিক বালিঘাটে অভিযান চালান জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং বিশাল পুলিশবাহিনী।

Advertisement

অজয় নদী থেকে অবৈধ ভাবে বালি তোলার সময় বেশ কয়েকটি লরি আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় হিসাবের খাতা, নথিপত্র এবং দু’টি পকলেন (বালি তোলার যন্ত্র)। জেলা প্রশাসন অভিযান চালাচ্ছে, এই খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তা থেকেও কয়েকটি লরিকে আটক করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, বোলপুর, ইলামবাজার এবং নানুরের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরেও অবৈধ ভাবে বালিঘাটগুলি চালু ছিল বলে অভিযোগ ওঠে। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ কার্যকলাপ বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি বীরভূমের জেলাশাসক বালি পাচার নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “তুমি বীরভূমে যে গতিতে কাজ শুরু করেছিলে, হঠাৎ ওখানে কী এমন হল যে, সব থেকে বেশি বালি পাচার হচ্ছে?”

Advertisement
আরও পড়ুন