প্রতীকী চিত্র।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসইএল)-এ একটি গুরুত্বপূর্ণ পদে কর্মখালি। সম্প্রতি এমনটা জানিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থার কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা দু’দিন আগে থেকে শুরু হয়েছে।
সংস্থায় এক্সপার্ট/ স্পেশালিস্ট (শিপবিল্ডিং অ্যান্ড শিপইয়ার্ড স্ট্র্যাটেজি) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্যতার উপর নির্ভর করে নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন ধার্য করা হবে।
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল/ মেরিন/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ নেভাল আর্কিটেচার ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ২৪ বছরের পেশাদারি অভিজ্ঞতার। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ৫৯০ টাকা জমা দিতে হবে। আগামী ১০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।