প্রতীকী চিত্র।
কিছুদিন আগেই ২০২৫ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। জানানো হয়েছিল, পরের বছর ২৭ এপ্রিল, রবিবার রাজ্য জুড়ে পরীক্ষার আয়োজন করা হবে। মঙ্গলবার পরীক্ষা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি জানিয়ে ‘ইনফরমেশন বুলেটিন’ প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রতি বছরই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করে বোর্ড। পরের বছর ২৭ এপ্রিল দু’টি পত্রের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে অফলাইনে ‘ওএমআর’ শিটের উপর। প্রথম পত্রে থাকবে অঙ্ক। পরীক্ষার আয়োজন করা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর পর দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম পত্রের মোট নম্বর ১০০। অন্য দিকে, দ্বিতীয় পত্রে দু’টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর বরাদ্দ করা হবে। কোনও প্রশ্নের ভুল উত্তরের জন্য পরীক্ষায় নেগেটিভ মার্কিং-ও করা হবে বলে বুলেটিনে জানানো হয়েছে।
যাঁরা দু’টি পত্রের পরীক্ষা দেবেন, তাঁদের জেনারেল মেরিট লিস্ট (জিএমআর) এবং ফার্মাসি মেরিট লিস্ট (পিএমটি)— উভয় ক্ষেত্রেই র্যাঙ্ক দেওয়া হবে। যারা ভিত্তিতে তাঁরা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবেন। অন্য দিকে, যাঁরা শুধু দ্বিতীয় পত্রের পরীক্ষা দেবেন, তাঁদের ফার্মাসি মেরিট লিস্ট (পিএমটি)-এ র্যাঙ্ক দেওয়া হবে এবং তাঁরা শুধু ফার্মাসি নিয়ে স্নাতকে ভর্তির সুযোগ পাবেন।
ইচ্ছুক পড়ুয়াদের জন্য আর কিছুদিনেই পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হবে বলে বুলেটিনে জানানো হয়েছে। লিঙ্গ এবং সংরক্ষিত বিভাগভেদে পরীক্ষার আবেদনমূল্য ধার্য করা হয়েছে ২০০, ৩০০, ৪০০ এবং ৫০০ টাকা।