যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।
দ্বিতীয় দিনের শেষে ১৬৪ রানে ৫ উইকেট হারিয়েছে ভারত। খেলা শেষের কিছু ক্ষণ আগেও ভারতীয় দল যে জায়গায় ছিল, তাতে আশা দেখছিলেন সমর্থকেরা। কিন্তু পর পর উইকেট হারিয়ে আবার চাপে ভারত।
নৈশপ্রহরী হিসাবে নামা আকাশ দীপ আউট। কোনও রান করেননি তিনি। ক্রিজ়ে টিকে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু ১৩ বল খেলে আউট হয়ে গেলেন তিনি। বোলান্ডের বল তাঁর ব্যাটে লাগার পর পায়ে লেগে ক্যাচ উঠে গেল নাথান লায়নের হাতে। ভুল করেননি তিনি। শূন্য রানে আউট আকাশ। পঞ্চম উইকেট হারাল ভারত।
সেই অফ স্টাম্পের বাইরের বলে আউট হলেন বিরাট। শুক্রবার শুরুটা ভাল করেছিলেন তিনি। কিন্তু যশস্বী আউট হতেই মনঃসংযোগ নষ্ট হল তাঁর। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ৩৬ রান করে আউট বিরাট। উইকেট নিলেন বোলান্ড।
বল মেরেই রান নেওয়ার ডাক দিয়েছিলেন যশস্বী। কিন্তু এত কাছে বল ছিল যে বিরাট রান নেওয়ার চেষ্টা করেননি। তিনি ক্রিজ়ই ছাড়েননি। যশস্বী উল্টো দিকে চলে আসেন। সহজেই রান আউট করে অস্ট্রেলিয়া। ৮২ রান করে আউট তিনি।
মেলবোর্নে রানে ফিরলেন যশস্বী। অর্ধশতরান করলেন তিনি। বিরাটকে সঙ্গী করে ভারতের হয়ে ইনিংস গড়ছেন। অস্ট্রেলিয়ার বোলারদের ছক্কা হাঁকাচ্ছেন অনায়াসে। তরুণ ওপেনার ফর্মে ফেরায় স্বস্তি পাবেন রোহিত।
কামিন্সের বলে বোল্ড রাহুল। ২৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। চা-বিরতিতে যাওয়ার আগের শেষ বলে আউট হলেন তিনি। ৫১ রানে ২ উইকেট হারিয়ে চাপে ভারত। এখনও ৪২৩ রানে পিছিয়ে তারা।
ওপেনার রোহিত আউট হতেই মাঠে নামেন লোকেশ রাহুল। চলতি সিরিজ়ে ওপেনার হিসাবে সাফল্য পেয়েছেন তিনি। যশস্বীর (২৩) সঙ্গে তিন নম্বরে নামা রাহুল (২৪) জুটি গড়ার চেষ্টা করছেন। ৪৩ রানের জুটি ইতিমধ্যেই গড়ে ফেলেছেন তাঁরা।
অ্যাডিলেড এবং ব্রিসবেনে মিডল অর্ডারে খেললেও মেলবোর্নে ওপেনিংয়ে ফিরেছিলেন রোহিত। কিন্তু সাফল্য পেলেন না। কামিন্সের বলে পুল করতে গিয়ে মাত্র ৩ রানেই আউট রোহিত। মিডল অর্ডারের পর ব্যর্থ হলেন ওপেনিংয়েও। তিন নম্বরে নামলেন লোকেশ রাহুল।
মেলবোর্নে প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ১৪০ রান করেন। ভারতের হয়ে চার উইকেট বুমরার। তিনটি উইকেট নেন জাডেজা। অস্ট্রেলিয়ার হয়ে মার্নাস লাবুশেন (৭২), স্যাম কনস্টাস (৬০), উসমান খোয়াজা (৫৭) এবং প্যাট কামিন্স (৪৯) রান পেয়েছেন।
আকাশের বলে বোল্ড হন স্মিথ। ব্যাটে লাগার পর প্যাডে লেগে ড্রপ খেতে খেতে বল উইকেটে গিয়ে লাগে। বেল পড়ে যায়। স্মিথের কাছে সুযোগ ছিল বলকে আটকানোর। কিন্তু তিনি দাঁড়িয়ে রইলেন। ১৪০ রান করে শেষ তাঁর ইনিংস। উইকেট পেলেন আকাশ।
মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হতেই আউট স্টার্ক। জাডেজার বলে বোল্ড হলেন তিনি। ১৫ রান করে আউট স্টার্ক।
শুক্রবার সকালে প্রথম ওভারেই ৯ রান দিয়েছিলেন সিরাজ। প্রথম সেশনে অস্ট্রেলিয়া ১৪৩ রান তুলে নিল। আউট হলেন শুধু প্যাট কামিন্স। ৪৫৪ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টে বড় রান ইতিমধ্যেই তুলে নিয়েছে তারা। ভারতের কোনও বোলারই অস্ট্রেলিয়ার ব্যাটারদের সমস্যায় ফেলতে পারছেন না। বুমরা কিছুটা সুযোগ তৈরি করার চেষ্টা করলেও বাকিদের থেকে সাহায্য পাচ্ছেন না। প্রথম সেশনের শেষে স্মিথ (১৩৯) এবং স্টার্ক (১৫) অপরাজিত রয়েছেন।
জুটি ভাঙলেন রবীন্দ্র জাডেজা। ১১২ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ এবং প্যাট কামিন্স। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার অধিনায়ককে আউট করলেন জাডেজা। ভারতীয় স্পিনারের বলে বড় শট খেলতে গিয়েছিলেন কামিন্স। মিড-অনের উপর দিয়ে মারতে গিয়েছিলেন, কিন্তু বল চলে যায় কভারের দিকে। দৌড়ে গিয়ে বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরলেন নীতীশ। ৪৯ রান করে আউট কামিন্স।
টেস্টে ৩৪টি শতরান করে ফেললেন স্টিভ স্মিথ। এই সিরিজ়ের আগে ওপেন করছিলেন তিনি। কিন্তু রান পাচ্ছিলেন না। অস্ট্রেলিয়া দল স্মিথকে আবার মিডল অর্ডারে ফিরিয়ে আনে ভারতের বিরুদ্ধে। তাতেই পুরনো ছন্দে ফিরলেন তিনি। ব্রিসবেনের পর মেলবোর্নেও শতরান করলেন েস্মিথ।
মেলবোর্নে দ্বিতীয় দিনের শুরুতে রোহিত শর্মা বল তুলে দিলেন মহম্মদ সিরাজের হাতে। ভারতীয় পেসারকে প্রথম ওভারেই চার মারেন প্যাট কামিন্স। দ্বিতীয় ওভার করেন আকাশ দীপ। তৃতীয় ওভারেই রোহিত বল তুলে দেন বুমরার হাতে। তাঁর গতি, সুইং এবং বাউন্স সমস্যায় ফেলে স্মিথকে। তিনি ছাড়া ভারতের আর কোনও পেসার নজর কাড়তে পারছেন না। স্মিথ (৭৮ রানে অপরাজিত) এবং কামিন্স (১৭ রানে অপরাজিত) মিলে বড় রান তোলার লক্ষ্যে।
শুরুটা যদি স্যাম কনস্টাস করে থাকেন, তা হলে দিনের শেষটা করলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার তরুণ এবং অভিজ্ঞ দুই ক্রিকেটারের শটের বৈচিত্র, আগ্রাসন আনন্দ দিল মেলবোর্নের সমর্থককে। একই সঙ্গে ভারতীয় দলের জন্য খাড়া করে দিল একগুচ্ছ প্রশ্ন। টসে জিতে ব্যাট নিয়ে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। যশপ্রীত বুমরা (৩/৭৫) ছাড়া কোনও বোলারই দাগ কাটতে পারেননি।