এনআইবিএমজি। সংগৃহীত ছবি।
কর্মী নিয়োগ করবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি ভিন্ন পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে রিসার্চ অফিসার এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদে। মোট শূন্যপদ দু’টি। উভয় পদেই প্রথমে ১১ মাসের জন্য নিয়োগ করা হবে কর্মীদের। এর পরে নিযুক্তদের কাজ এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
উভয় পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে কোনও বয়সসীমার কথা উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, রিসার্চ অফিসার এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৮৫,০০০ টাকা এবং ৮৮,০০০ টাকা।
রিসার্চ অফিসার পদে আবেদনকারীদের জীবনবিজ্ঞান বা সম্পর্কিত বিষয়ে পিএইচডি থাকতে হবে। কোনও নামী প্রতিষ্ঠানে গবেষণার কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। একই ভাবে, অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।