কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বা মনস্তত্ব নিয়ে পিএইচডি-র সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে সদ্য এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
রাজাবাজার সায়েন্স কলেজে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের তরফে এই পিএইচডি ভর্তি প্রক্রিয়ার আয়োজন। সর্বাধিক আসনসংখ্যা ১০। আবেদনের জন্য সাইকোলজি বা অ্যাপ্লায়েড সাইকোলজিতে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে নেট/ সেট/ গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাল। এ ছাড়াও রয়েছে ইউজিসি নির্ধারিত যোগ্যতার অন্যান্য মাপকাঠি।
পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ১০, ১১ এবং ১২ ফেব্রুয়ারি।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।