NBCC Recruitment 2024

কেন্দ্রীয় সংস্থা এনবিসিসি ইন্ডিয়ায় বিভিন্ন পদে কর্মখালি, কারা আবেদন জানাতে পারবেন?

ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং চিফ জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে ৭০,০০০-২,০০,০০০ টাকা, ৯০,০০০-২,৪০,০০০ টাকা এবং ১,০০,০০০-২,৬০,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৬:২৩
NBCC India Limited

এনবিসিসি ইন্ডিয়া লিমিট‍েড। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি) ইন্ডিয়া লিমিট‍েডে উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন ক্ষেত্রে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে চিফ জেনারেল ম্যানেজার (ল), জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং), ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৮। বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪১/ ৫২/ ৫২/ ৫৭ বছর। ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং চিফ জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে ৭০,০০০-২,০০,০০০ টাকা, ৯০,০০০-২,৪০,০০০ টাকা এবং ১,০০,০০০-২,৬০,০০০ টাকা প্রতি মাসে।

জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি প্রয়োজন ১৫ বছরের পেশাদারি অভিজ্ঞতাও। একই ভাবে অন্য পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে। আগামী ২০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর বিভিন্ন পদে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement