জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।
শেষ পর্যন্ত কোনও চমৎকার না হলে জসপ্রীত বুমরাহের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা কম। সরু সুতোর উপর ঝুলছে ভারতীয় পেসারের ভাগ্য। বুমরাহের চোট এখনও খতিয়ে দেখেননি নিউ জ়িল্যান্ডের চিকিৎসক রোয়ান শাউটেন। যত ক্ষণ না তিনি রিপোর্ট জমা দিচ্ছেন, তত ক্ষণ বুমরাহের খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বুমরাহকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। তিনি বলেন, “বোর্ডের মেডিক্যাল দল নিউ জ়িল্যান্ডে রোয়ানের সঙ্গে যোগাযোগ রেখেছে। এর মধ্যেই বুমরাহকে সেখানে পাঠানোরও পরিকল্পনা আছে। কিন্তু কবে তা জানি না। বুমরাহ যদি সময়ের মধ্যে ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠে তা হলে সেটা চমৎকারের থেকে কম কিছু নয়।”
সিডনিতে চোট পাওয়ার পর থেকে আর বল করেননি বুমরাহ। ভারী কাজ করতে নিষেধ করা হয়েছে তাঁকে। বুমরাহের চোট খতিয়ে দেখেছেন বোর্ডের চিকিৎসকেরা। সেই রিপোর্ট পাঠানো হবে নিউ জ়িল্যান্ডে। ২০২২ সালে এই রোয়ানই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। তাই তাঁর উপরই ভরসা বোর্ডের। ওই আধিকারিক বলেন, “নিউ জ়িল্যান্ডের চিকিৎসককে বুমরাহের পরীক্ষার রিপোর্ট পাঠানো হবে। তিনি দেখে নিজের মতামত জানাবেন। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে বুমরাহকে ও দেশে পাঠানো হবে কি না। পুরো প্রক্রিয়ায় অনেক সময় লাগবে। তাই বোর্ড বা বুমরাহ, কেউ তাড়াহুড়ো করতে চাইছে না।”
ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে, বিকল্প পেসার তৈরি রাখতে। পুরো প্রক্রিয়া হয়ে গেলে বুমরাহের চোটের বিষয়টি নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। ওই আধিকারিক বলেন, “বুমরাহ খেলতে পারবেন কি না সেই বিষয়টা নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। বুমরাহের বিকল্প তৈরি রাখতে বলা হয়েছে। কারণ, ও খেলতে পারলে সেটা চমৎকার হবে।”
বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। ১১ ফেব্রুয়ারির মধ্যে সেই দলে বদল করা যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বুমরাহের বিকল্প হিসাবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। তবে যদি বুমরাহ সত্যিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন তার পরেও কি হর্ষিতকেই সুযোগ দেবে ভারত, না কি অভিজ্ঞ মহম্মদ সিরাজকে দলে ঢোকানো হবে। এখন দেখার বুমরাহের ভবিষ্যৎ কোন দিকে যায়।