ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, টেকনিশিয়ান সি এবং জুনিয়র অ্যাসিস্যটান্ট নিয়োগ করা হবে। মোট ৩২টি শূন্যপদ রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা থাকা চাই। টেকনিশিয়ান সি পদে আবেদনের ক্ষেত্রে দশম শ্রেণি উত্তীর্ণের পাশাপাশি তিন বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্সের শংসাপত্র থাকতে হবে। জুনিয়র অ্যাসিস্যটান্ট পদের ক্ষেত্রে ব্যাচেলর অফ কমার্স/ ব্যাচেলর অফ বিজ়নেস ম্যানেজমেন্ট ডিগ্রি প্রয়োজন। সব ক’টি পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৯ এপ্রিলের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।