JU Admission 2025

মেডিক্যাল ফিজ়িক্স নিয়ে উচ্চস্তরে পড়বেন? সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

এটি এক বছরের কোর্স। ১ লক্ষ ২০ হাজার টাকা কোর্স ফি দিতে হবে ভর্তি হতে চাইলে। এর সঙ্গে জিএসটি লাগবে ১৮ শতাংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৬:০৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল ফিজ়িক্স নিয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

মেডিক্যাল ফিজ়িক্সে পোস্ট এমএসসি ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে। এটি এক বছরের কোর্স। ১ লক্ষ ২০ হাজার টাকা কোর্স ফি দিতে হবে ভর্তি হতে চাইলে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি-র টাকা দিতে হবে। স্নাতকোত্তরের নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। আসন সংখ্যা ১০টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর-সহ ফিজ়িক্সে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ২ এপ্রিল থেকে ২৮ এপ্রিলের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন