ISRO Recruitment 2025

ইসরো অধীনস্থ কেন্দ্রে কর্মখালি, স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা পাবেন অগ্রাধিকার

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:৩৯
U R Rao Satellite Centre (URSC).

ই আর রাও স্যাটেলাইট সেন্টার, ইসরো। ছবি: সংগৃহীত।

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-তে কাজের সুযোগ। ইসরো অধীনস্থ ইআর রাও স্যাটেলাইট সেন্টারে জুনিয়র রিসার্চ ফেলো এবং রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। মোট শূন্যপদ ২৩টি।

Advertisement

আবেদনকারীদের যোগ্যতা:

১. ইলেক্ট্রনিক্স, সিগন্যাল প্রসেসিং, মেকানিক্যাল, মেশিন ডিজ়াইন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কিংবা মেটেরিয়াল সায়েন্স, অ্যাপ্লায়েড ফিজ়িক্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের আবেদন করতে পারবেন।

২. রিসার্চ অ্যাসোসিয়েট পদে মাইক্রোওয়েভ, রেডিয়ো ফ্রিকোয়েন্সি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা আবেদনের সুযোগ পাবেন। তবে উল্লিখিত বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন এবং অন্যান্য তথ্য:

উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের নির্দিষ্ট বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। নীচে সেই সম্পর্কিত তথ্য দেওয়া হল।

জুনিয়র রিসার্চ ফেলো: ৪২,০০০ টাকা

রিসার্চ অ্যাসোসিয়েট: ৫৮,০০০ টাকা

জুনিয়র রিসার্চ ফেলো পদে প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েটদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে।

২০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ইসরোর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি পেশ করে আবেদন জানাতে হবে। এই বিষয়ে আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন