ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
ভারত ইলেক্ট্রনিক্স এডুকেশনাল ইনস্টিটিউটসে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের প্রতিষ্ঠানের বেঙ্গালুরুর দফতরে কাজ করতে হবে। মোট শূন্যপদ ৫৭।
চুক্তির ভিত্তিতে স্পেশাল এডুকেটর, যোগ প্রশিক্ষক, ইংরেজি, গণিত, ফিজ়িক্যাল এডুকেশন, ড্রয়িং আর্ট অ্যান্ড ক্রাফ্ট, নৃত্য, কন্নড়, হিন্দি, সোশ্যাল সায়েন্স, চাইল্ড নিউট্রিশন, পদার্থবিদ্যা, রসায়ন, রাশিবিজ্ঞান, বায়োলজি, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স, সঙ্গীত বিষয়ে শিক্ষকতার জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
এ ছাড়াও লেকচারার, কাউন্সিলর, অ্যাকাউন্ট্যান্ট, লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট পদেও কর্মখালি রয়েছে। উল্লিখিত বিভাগে পূর্বে ন্যূনতম দু’বছর থেকে পাঁচ বছরের শিক্ষকতা কিংবা কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে আনুষঙ্গিক শিক্ষাগত যোগ্যতাও থাকা আবশ্যক। এই বিষয়ে বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১৬,২৭০ টাকা থেকে শুরু করে ২৭,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।