ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। ছবি: সংগৃহীত।
কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি।
অর্থনীতি, ফিজ়িয়োলজি, সাইকোলজি, ম্যাথমেটিক্স, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি বা এমফিল সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। তাঁদের ২ বছরের গবেষণার কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। তাঁদের দিল্লির দফতরে কাজ করতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে বরাদ্দ করা হয়েছে ১,০০০ টাকা। আবেদনের শেষ দিন ২৫ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।