JEE Main Session 2 & CBSE 2025 Exam Schedule

একই দিনে সিবিএসই এবং জয়েন্ট মেনসের দ্বিতীয় পর্বের পরীক্ষা!

ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)-এর পেপার ১-এর পরীক্ষার দিনই সিবিএসই-র দ্বাদশের মোট ২৮ টি ভাষা বিষয়ের পরীক্ষা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৩২
JEE Mains exam 2025.

ছবি: সংগৃহীত।

একই দিনে সিবিএসই এবং জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেনসের দ্বিতীয় পর্বের পরীক্ষা হতে চলেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে প্রকাশিত জেইই মেনস-এর দ্বিতীয় পর্বের পরীক্ষাসূচি অনুযায়ী, ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)-এর পেপার ১-এর পরীক্ষা। অন্যদিকে, ২ এপ্রিলই সিবিএসই-র দ্বাদশের বাংলা, আরবি, তামিল, তেলুগু-সহ মোট ২৮টি ভাষার পরীক্ষা রয়েছে।

Advertisement

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আমাদের কাছে এই বিষয়ে ১৯০ জন শিক্ষার্থী ইমেলও করেছেন। যাদের পরীক্ষা একই দিনে পড়েছে তাদের জেইই মেনস আলাদা করে গ্রহণ করা হবে। তাই ছাত্র-ছাত্রীদের চিন্তার কোন‌ও কারণ নেই। ”

তবে ২০ নভেম্বর, ২০২৪-এ সিবিএসই-র তরফে প্রকাশিত পরীক্ষাসূচি অনুযায়ী, ৩ এপ্রিল হোম সায়েন্স এবং ৪ এপ্রিল সাইকোলজি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এ ক্ষেত্রে সিবিএসই-র প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

অন্যদিকে ২, ৩, ৪, ৭ এপ্রিল জেইই মেনস-এর দ্বিতীয় পর্বের পেপার ১-এর পরীক্ষা দু’টি শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের সময় সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৮ এপ্রিলের পেপার ১-এর পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আবার ৯ এপ্রিল আর্কিটেকচার, প্ল্যানিং বিষয়ের পেপার ২এ, পেপার ২বি এবং পেপার ২এ অ্যান্ড ২বি পরীক্ষা হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

জেইই মেনস-এর সেশন ২-এর পরীক্ষা দেশ এবং বিদেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে। একই দিনে দু’টি সর্বভারতীয় পরীক্ষার সূচি হওয়ায় চিন্তায় পরীক্ষার্থীরা।

Advertisement
আরও পড়ুন