ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ছোট ছোট পা ফেলে লেজ, কোমর দুলিয়ে রাস্তা পার করছে একটি অ্যালিগেটর। চলাফেরায় কোনও তাড়াহুড়ো নেই তার। বরং তাকে দেখে মনে হচ্ছে যে, ফ্যাশন সরণিতে ‘ক্যাটওয়াক’ করছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যপেটকালেক্টিভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি অ্যালিগেটর হেলেদুলে রাস্তা পার হচ্ছে। সে যেন সাবধানে রাস্তা পার হতে পারে তাই রাস্তায় গাড়িঘোড়াও থেমে যাচ্ছে। ফ্যাশন সরণিতে মডেলরা যে ভাবে ‘ক্যাটওয়াক’ করে, অ্যালিগেটরের হাঁটার ধরনেও তা ধরা পড়ল। মনে হচ্ছে, রাস্তা পার করার সময় সে-ও ‘ক্যাটওয়াক’ করছে।
অ্যালিগেটরটি রাস্তা পার হলে গাড়িও চলতে শুরু করল। এই ঘটনাটি ফ্লোরিডায় ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমে স্থানীয়দের একাংশ জানিয়েছেন যে, ফ্লোরিডায় রাস্তাঘাটে প্রায়ই অ্যালিগেটরের দেখা পাওয়া যায়। এ দৃশ্য তাঁদের কাছে নতুন কিছু নয়। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যাও বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘অ্যালিগেটরের রাস্তা পার হওয়ার জন্য ট্র্যাফিক থেমে গেল। আলাদাই ব্যাপার।’’