ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ একটি।
এই কাজে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর রিসার্চ গেট ইনস্ট্রুমেন্ট এবং মাইক্রোস্কোপ ব্যবহার করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কারণ নিযুক্ত ব্যক্তিকে হাই রেজোলিউশন ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রস্কোপ নিয়ে কাজ করতে হবে।
৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সংশ্লিষ্ট কাজে নিযুক্তকে বহাল রাখা হবে। তাঁকে প্রতি মাসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর নিয়মানুসারে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। বয়সসীমার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
ইমেল মারফত আগ্রহীদের সংশ্লিষ্ট বিভাগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে ২৪ জুন পর্যন্ত। এর পরে জুলাই মাসের শেষ সপ্তাহে ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। এই নিয়োগ সম্পর্কে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।